স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। তবে এবার সাকিব আবারও শিরোনামে এসেছেন। এবার অবশ্য বাইশ গজের বাইরের ঘটনার কারণে শিরোনাম হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি একটি হত্যা মামলার আসামি হয়েছেন, যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরও তাকে ঘিরে বিতর্ক থামছে না। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী রুবেল হত্যার মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি, যা দেশজুড়ে চমক সৃষ্টি করেছে।

বিগত কিছুদিন ধরে সাকিব দেশের বাইরে থাকলেও, এই মামলাটি তার বিরুদ্ধে দায়ের করা হয়। অনেকের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ক্রিকেট মহল এবং তার সতীর্থরা তাকে সমর্থন জানিয়ে কথা বলেছেন। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ফেসবুকে লিখেন, সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দেশের জন্য তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করেছেন এবং দেশের নাম উঁচিয়ে ধরেছেন। তার বিরুদ্ধে এমন মামলা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমরা সবাই আশাবাদী, এই অন্ধকার কেটে যাবে এবং সবকিছু ভালো হবে।

সাকিবের জাতীয় দলের সতীর্থ মুমিনুল হকও সোশ্যাল মিডিয়ায় সাকিবের প্রতি তার সমর্থন প্রকাশ করে বলেন, প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব ভাই। তিনি অসংখ্য জয় এনে দিয়েছেন আমাদের। এখন তিনি একটি মিথ্যা মামলার আসামি হয়ে পড়েছেন, যা খুবই কষ্টের। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রাক্তন জাতীয় দলের পেসার রুবেল হোসেনও সাকিবের পাশে দাঁড়িয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে সাকিব ভাইয়ের অবদান কম হলেও, তিনি অনেক কিছু হারিয়েছেন। কিন্তু দেশের সমস্ত ক্রিকেটার তার পাশে আছে।

এদিকে, আরেক পেসার শরিফুল ইসলামও সাকিবের সাথে ছবি শেয়ার করে বলেছেন, সাকিব ভাই সবসময়ই আমাদের ভালোবাসা। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে।

উল্লেখ্য, ২২ আগস্ট সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার মামলায় এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি হিসেবে নাম উঠে আসে। মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে।

এই ঘটনায় সাকিবের সতীর্থ ও ভক্তরা আশা করছেন, সঠিক বিচার হবে এবং সাকিব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পুলিশ সুপারকে বদলি

সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে?

চানখারপুলে গণহত্যা / সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পুনর্গঠনের দাবি এবি পার্টির

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, মিলল সামরিক ইউনিফর্ম

বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

দরিদ্র শামছুল হকের মেয়ের বিয়ে সম্পন্ন, সার্বিক সহযোগিতায় তারেক রহমান

দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

লাইফ সাপোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

১১

সিলেটে রানা-ঝড়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

১২

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

১৩

বাংলাদেশি পাবজি গেমারদের জন্য বড় সুখবর

১৪

আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান

১৫

‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’

১৬

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের পদ স্থগিত

১৭

ইউক্রেন-রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছেন ট্রাম্প

১৮

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

১৯

পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২ নারী আটক

২০
X