স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। তবে এবার সাকিব আবারও শিরোনামে এসেছেন। এবার অবশ্য বাইশ গজের বাইরের ঘটনার কারণে শিরোনাম হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি একটি হত্যা মামলার আসামি হয়েছেন, যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরও তাকে ঘিরে বিতর্ক থামছে না। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী রুবেল হত্যার মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি, যা দেশজুড়ে চমক সৃষ্টি করেছে।

বিগত কিছুদিন ধরে সাকিব দেশের বাইরে থাকলেও, এই মামলাটি তার বিরুদ্ধে দায়ের করা হয়। অনেকের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ক্রিকেট মহল এবং তার সতীর্থরা তাকে সমর্থন জানিয়ে কথা বলেছেন। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ফেসবুকে লিখেন, সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দেশের জন্য তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করেছেন এবং দেশের নাম উঁচিয়ে ধরেছেন। তার বিরুদ্ধে এমন মামলা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমরা সবাই আশাবাদী, এই অন্ধকার কেটে যাবে এবং সবকিছু ভালো হবে।

সাকিবের জাতীয় দলের সতীর্থ মুমিনুল হকও সোশ্যাল মিডিয়ায় সাকিবের প্রতি তার সমর্থন প্রকাশ করে বলেন, প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব ভাই। তিনি অসংখ্য জয় এনে দিয়েছেন আমাদের। এখন তিনি একটি মিথ্যা মামলার আসামি হয়ে পড়েছেন, যা খুবই কষ্টের। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রাক্তন জাতীয় দলের পেসার রুবেল হোসেনও সাকিবের পাশে দাঁড়িয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে সাকিব ভাইয়ের অবদান কম হলেও, তিনি অনেক কিছু হারিয়েছেন। কিন্তু দেশের সমস্ত ক্রিকেটার তার পাশে আছে।

এদিকে, আরেক পেসার শরিফুল ইসলামও সাকিবের সাথে ছবি শেয়ার করে বলেছেন, সাকিব ভাই সবসময়ই আমাদের ভালোবাসা। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে।

উল্লেখ্য, ২২ আগস্ট সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার মামলায় এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি হিসেবে নাম উঠে আসে। মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে।

এই ঘটনায় সাকিবের সতীর্থ ও ভক্তরা আশা করছেন, সঠিক বিচার হবে এবং সাকিব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব জাস্টিসের বিরুদ্ধে জবিতে বিক্ষোভ

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল

একাধিক জনবল নেবে সিটি ব্যাংক

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : দুদু

ঢাবির ফজলুল হক হলে পিটিয়ে হত্যা / জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ভিসির বাসভবনে অবস্থান  

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান, ভারতকে দুদু

গুলিতে পা হারানো ইমরানের চিকিৎসা অর্থাভাবে বন্ধ

ঢাবি-জাবিতে দুই খুন, যা বললেন ফারুকী 

নাটোরে শিশু হত্যা মামলায় ৩ জনের ৪৪ বছর কারাদণ্ড

ইরাকে তুর্কি বিমান হামলা, ২৪ স্থাপনা ধ্বংস

১০

দ্বিতীয় সেশনেও টাইগারদের দাপট

১১

ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবি ঐক্য পরিষদের

১২

ভিসার মেয়াদ শেষ আজ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে

১৩

লক্ষ্মীপুরে পিটিআই প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

১৪

সালমানকে নিয়ে যা বললেন শাবনূর

১৫

ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেনকে দিয়েছে ইরান!

১৬

শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় বাংলাদেশের

১৭

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

১৮

বিদেশি শিক্ষার্থী-কর্মীদের দুঃসংবাদ দিল কানাডা

১৯

পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি প্রশাসনের মামলা

২০
X