২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সেই বিশ্বকাপের পর পেরিয়ে গেছে ৮ বছর। এতদিন পর আবারও শিরোনামে এসেছেন এই ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার; তবে এবার এক অস্বাভাবিক ও তাণ্ডবময় ঘটনার কারণে।
ক্যারিবিয়ান টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাক্স৬০ সংস্করণে, বিতর্কিতভাবে আউট হওয়ার পর ব্র্যাথওয়েট ক্ষোভে নিজের হেলমেট ব্যাট দিয়ে মেরে বাউন্ডারি পার করেন যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে সুপার থ্রি পর্বে, যেখানে ব্র্যাথওয়েটের দল নিউইয়র্ক স্ট্রাইকার্স মুখোমুখি হয় গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্সের। সাত নম্বরে ব্যাট করতে নামেন ৩৬ বছর বয়সী ব্র্যাথওয়েট। তিনি আইরিশ বোলার জশুয়া লিটলের একটি শর্ট বলে কিপারের হাতে ধরা পড়েন এবং আম্পায়ার আউট ঘোষণা করে তাকে। তবে রিপ্লেতে দেখা যায়, বলটি তার ব্যাট নয়, কাঁধ ছুঁয়েছিল। এতে অসন্তুষ্ট হয়ে ব্র্যাথওয়েট মাঠ ছাড়ার সময় রাগে নিজের হেলমেট বাউন্ডারির ওপারে ছুড়ে মারেন—যা এখন ‘অস্বাভাবিক সোজা শট’ হিসেবে পরিচিতি পেয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, অনেকেই ব্র্যাথওয়েটের এই অভিনব শট দেখে বিস্মিত হয়েছেন। এমনকি, একটি ভিডিওতে দেখা যায় সাপোর্ট স্টাফের একজনকে ব্র্যাথওয়েটের ছুড়ে মারা হেলমেট থেকে রক্ষা পেতে পাশের দিকে সরে যেতে হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী কোচ টবি র্যাডফোর্ড এ ঘটনাকে মজার ছলে বিশ্লেষণ করে বলেন, ‘কার্লোস ব্র্যাথওয়েট এখানে দুর্দান্ত পাওয়ার হিটিং টেকনিক দেখিয়েছেন, যেভাবে তিনি তার হেলমেটকে বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন। ফ্রন্ট লেগে দাঁড়িয়ে তিনি ব্যাটের মাধ্যমে প্রচণ্ড গতি তৈরি করেছেন।’
যদিও এই ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু ব্র্যাথওয়েটের নিউইয়র্ক স্ট্রাইকার্স ৮ রানের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে ব্র্যাথওয়েটের ভাগ্য খারাপই ছিল, তিনি মাত্র দুই রান করেই আউট হন। স্ট্রাইকার্স ১২৬ রানের লক্ষ্যে মাত্র ৬৯ রানে অলআউট হয় এবং ক্যারিবিয়ান টাইগার্সের কাছে রানার্সআপ হিসেবে শেষ করে।
ব্র্যাথওয়েট একসময় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক ছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সুযোগ পাননি। ২০১৬ সালে ইংল্যান্ডের বেন স্টোকসের বিরুদ্ধে টানা চার ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো তার সেই অবিস্মরণীয় মুহূর্ত এখনো তার ক্রিকেট ক্যারিয়ারের সেরা। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০১৯ সালে, ভারতের বিপক্ষে ঘরের মাটিতে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্র্যাথওয়েট ৮৮টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১০০০ রানেরও বেশি করেছেন এবং ৭৫টি উইকেট নিয়েছেন।
ব্র্যাথওয়েটের পাওয়ার হিটিং দক্ষতা যেমন বিখ্যাত, তেমনি তার এই সাম্প্রতিক তাণ্ডব দেখিয়েছে যে, হতাশার মুহূর্তেও তিনি অনন্য বিনোদন দিতেও সক্ষম।
Carlos Braithwaite lofted straight drives his helmet for six after being dismissed in the Cayman Islands t10. What a time to be alive. pic.twitter.com/PK0OwQcflb — Darren Murphy (@MrDMurphy) August 25, 2024
মন্তব্য করুন