মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আনন্দময় হচ্ছে তার জন্মদিন। ১৯৯৮ সালের ২৫ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন নাজমুল হোসেন শান্ত। গত বছর ২৫তম জন্মদিনে অনন্য এক অনুভূতির স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।
জন্মদিনের আনন্দ আরও বেড়ে যায় বহুগুণ। প্রথমবারের মতো স্বাদ পান পুত্রসন্তানের বাবা হওয়ার। রোববার (২৫ আগস্ট) তার ২৬তম জন্মদিন। এ দিনটিও তার জন্য বিশেষ আনন্দের।
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর সেই টেস্টে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। তাই তো এবারও জন্মদিনটি তার জন্য বিশেষ আনন্দের।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের।
দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।
যদিও এ টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ৪২ বলে করেছিলেন ১৬ রান। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন পড়েনি তার। তবে ম্যাচে তার অধিনায়কত্ব ছিল চোখে পড়ার মতো।
পুরস্কার বিতরণী মঞ্চে জন্মদিনে টেস্ট জয় নিয়ে শান্ত বলেন, ‘জন্মদিনে টেস্ট ম্যাচ জয়ের জন্য আলহামদুলিল্লাহ! হ্যাঁ, এটা খুবই বিশেষ কিছু। গতরাতে (শনিবার) আমি আমার স্ত্রীর সঙ্গে এটি (জন্মদিন) নিয়ে কথা বলেছি। সে বলেছে, তুমি যদি আগামীকাল (রোববার) জিততে পার, তবে সেটি একটি খুব ভালো দিন। ভাগ্যিস, এ ম্যাচে আমরা জিতেছি। এটা আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন।’
গত বছরের মতো এবারও জন্মদিনটি উপভোগ্য হলো নাজমুল হোসেন শান্তর জন্য। পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের আনন্দের চেয়ে বড় কিছু আর কী হতে পারে শান্তর জন্য!
মন্তব্য করুন