দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিয়েছে বন্যা। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে ১২টি জেলা। বন্যাকবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ।
উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন অনেকে। এ অবস্থায় শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২৪ আগস্ট) বিসিবির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বন্যাকবলিত মানুষদের জন্য এক কোটি টাকা সহায়তা দেওয়ার। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তাভাবনা করছি।’
এ ছাড়া বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকবে তাও জানান ফারুক আহমেদ, ‘একটা ব্যাগে শুকনো খাবার থাকবে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই বন্যায় ১২ জেলার মোট দুই হাজার মোবাইল টাওয়ার ধসে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই লাখ মানুষ গৃহহীন হয়েছে, পানিবন্দি প্রায় সাড়ে ৯ লাখ মানুষ, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ১১ লাখ মানুষ। এ ছাড়াও ৩.৫ লাখ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগামী দিনের খাদ্য নিরাপত্তায় বড় হুমকি হতে পারে।
মন্তব্য করুন