পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরি, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের হাফসেঞ্চুরিতে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ দল।
শনিবার (২৪ আগস্ট) সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে ১৯৬ রানের জুটি গড়েন মুশফিক। চতুর্থ ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৯১ রানে থামেন অভিজ্ঞ এ ব্যাটার।
১২০ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করেন ডানহাতি এ অলরাউন্ডার। সেঞ্চুরি সম্ভাবনা জেগে ছিল তার। তবে তাকে থামতে হয় ব্যক্তিগত ৭৭ রানে। ১৭৯ বলের ইনিংসটি থেমেছে শাহিন শাহ আফ্রিদির বলে। এর আগে লিটনের সঙ্গে ১১৪ রানে জুটি গড়েছিলেন মুশফিক। ৫৬ রানে আউট হন লিটন।
শেষ দিকে ১৪ বলে ২২ রানের ইনিংস খেলেন শরীফুল ইসলাম। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। আর ২টি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর।
মন্তব্য করুন