দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিয়েছে বন্যা। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে ১২টি জেলা। বন্যাকবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ।
উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে উদ্ধার ও ত্রাণ তৎপরতার ভিডিও এবং ছবি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন কিছু দিয়ে একটি পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
পোস্টের ক্যাপশনে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব।’
পরের অংশে তিনি লিখেছেন, ‘কেউ যদি বলেন, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সংকট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’
তামিম ছাড়াও দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসও। গত পরশু (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে তিনি লেখেন, ‘এই মুহূর্তে খেলার কারণে পাকিস্তানে আছি, তবে মন পড়ে আছে বাংলাদেশে। দেশের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। দেশের এই কঠিন সময়ে সবার সহযোগিতা কাম্য। আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনাদের সবাইকে সামর্থ্য থাকলে বন্যাকবলিত মানুষের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।’
এ ছাড়া মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বন্যাকবলিত মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন