বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রশিক্ষক ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। যদিও খালেদ মাহমুদ সুজনের কাছে হেরে যান তিনি।
তবে এবার সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে যোগ দিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির পরিচালক হওয়ার প্রথম শর্ত প্রার্থীকে কাউন্সিলর হতে হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাউন্সিলর।
এবার আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় পরিচালকের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এনএসসির মনোনীত বিসিবি পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। পদত্যাগ করতে হয় তাকে।
বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালক হিসেবে আহমেদ সাজ্জাদুল আলম ববির স্থলাভিষিক্ত হন নাজমুল আবেদীন ফাহিম।
আর পদত্যাগ করা জালাল ইউনুসের পরিবর্তে এনএসসি মনোনীত পরিচালকের দায়িত্ব পান ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।
মন্তব্য করুন