রাওয়ালপিন্ডিতে বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। তবে সময়মতো শুরু হচ্ছে না এই টেস্ট। কারণ সেই পুরোনো বেরসিক অতিথি বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে সকালের ভারি বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।
অবশ্য রাওয়ালপিন্ডিতে বৃষ্টির শঙ্কা পুরোনো নয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টির বাগড়া থাকতে পারে। সে হিসেবে প্রথম টেস্টের পাঁচ দিনই বৃষ্টি হানা দিতে পারে। টেস্ট শুরুর দিন দেখাও গেল তাই।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা হয়নি। তবে কখন টস হতে পারে সেটি এখনো পরিষ্কর নয়। তবে বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের। আশার খবর হচ্ছে, এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, উইকেট থেকে বেশির ভাগ কাভারও সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পরও শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে জেসন গিলেস্পির মতো ফাস্ট বোলার এখন পাকিস্তানের টেস্ট কোচ। বাবরদের ঘোষিত দলেও এই অস্ট্রেলিয়ানের আধিপত্য রয়েছে। প্রথম সিরিজ এবং সেরা একাদশেও তার ছাপ রয়েছে কারণ পাকিস্তান অলআউট পেস আক্রমণ নিয়ে যাচ্ছে।
এদিকে বাংলাদেশ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং তাদের ব্যাটিং ছিল হতাশাজনক। সাকিব ও রহিমের অভিজ্ঞ জুটির ওপর আবারও ব্যাটিং লাইন আপ ভালো করার দায়িত্ব থাকবে। টাইগারদের পেস বোলারদের একটি ভালো দল রয়েছে এবং এই খেলার জন্য তারা কী সমন্বয় করবে তা দেখতে মুখিয়ে আছে ভক্তরা।
মন্তব্য করুন