আর কিছুক্ষণ পরেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট সিরিজের অংশ এই সিরিজ দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। শুধু দলগতভাবে গুরুত্বপূর্ণ নয় বরং বেশ কিছু ক্রিকেট তারকার জন্য এই টেস্ট হতে পারে মাইলফলক ছোঁয়ার মুহূর্তও। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম। দু’জনের সামনেই ব্যক্তিগত মাইলফলক অর্জনের দারুণ সুযোগ রয়েছে।
যে মাইলফলকের সামনে মুশফিক ও তাইজুল:
মুশফিকুর রহিমের প্রয়োজন মাত্র ৩২ রান আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করার জন্য। তামিম ইকবালের পর তিনিই হবেন দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করবেন।
অন্যদিকে, স্পিনার তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র ৫ উইকেট দরকার তার। সাকিব আল হাসানের পর তিনিই হবেন দ্বিতীয় বাংলাদেশি বোলার, যিনি এই কীর্তি গড়বেন ।
অধিনায়কের আত্মবিশ্বাস
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাজে রেকর্ডের পরেও দলের শক্তি ও ভারসাম্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি (পাকিস্তানের বিপক্ষে ১২-০) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি যে এবার আমরা বিশেষ কিছু করতে পারব।’
বাংলাদেশের এই সফর দলটির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই মুশফিক ও তাইজুলের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনাও দলের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করছে। তাদের এই ব্যক্তিগত অর্জন শুধু তাদের ক্যারিয়ারেই নয়, বরং বাংলাদেশের ক্রিকেটেও এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
মন্তব্য করুন