বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত সভা হবে আগামীকাল বুধবার (২১ আগস্ট)। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুষ্ঠিত হবে এ সভা। অনলাইনে যোগ দেবেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানাতে পারেন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা।
জরুরি বোর্ড সভার কথা নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এ সময় তিনি বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল বেলা ১১টায়। সব পরিচালককেই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতোমধ্যে।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি বিসিবির প্রথম সভা। আগেই জানিয়ে ছিলেন বিসিবির সভাপতির পদ ছাড়তে রাজি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের পর হবে নতুন সভাপতি নির্বাচনের কার্যক্রম।
নিজেদের মনোনীত দুই কাউন্সিলর ও পরিচালককে পদত্যাগ করতে বলে এনএসসি। তা মেনে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান জালাল ইউনুস। আর নিজ থেকে পদত্যাগ না করার কথা জানান আহমেদ সাজ্জাদুল আলম ববি।
এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ৯ জন বোর্ড পরিচালককে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া শুধু সভাপতির এখতিয়ার রয়েছে বোর্ড সভা ডাকার। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকলেও আগামীকালকের বোর্ড সভায় অনলাইনে যোগ দেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু বিবেচনায় কালকের বোর্ড সভাটি বেশ গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন