সাধারণত বেশিরভাগ খেলায় খেলা শুরুর দিনই প্রকাশ করা হয় দলগুলোর একাদশ। ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই অলিখিত এই নিয়ম চলে আসছে অনেক দিন ধরেই। তবে সম্প্রতি ক্রিকেটে এই নিয়মের বাইরে গিয়ে একাদশ ম্যাচ শুরুর কয়েকদিন আগেই দিতে থাকে ইংল্যান্ড টেস্ট দল। এবার তাদের সঙ্গী হলো পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই দিন আগেই একাদশ ঘোষণা করলো শান মাসুদের দল।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু করবে পাকিস্তান। সোমবার (১৯ আগস্ট) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেই সিরিজের প্রথমটির জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
স্বাভাবিকভাবেই একাদশে রয়েছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গী প্রতিভাবান তরুণ সাইম আইয়ূব। একাদশে রাখা হয়নি কোন বিশেষজ্ঞ স্পিনার। জেসন গিলেস্পির শিষ্যরা খেলবে চার পেসার নিয়ে।
স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সালমান আলী আঘা। পাকিস্তানের একাদশে থাকা চার পেসার হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।
এর মধ্যে নাসিম শাহ খেলেছেন ১৭ টেস্ট। তবে খুররম দ্বিতীয় ও ৩১ বছরের মোহাম্মদ আলী মাত্র নিজের তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবেন।
পাকিস্তানের একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী।
মন্তব্য করুন