বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে ছিলেন।
নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। সোমবার (১৯ আগস্ট) সকালে তাকে জাতীয় ক্রীড়া পরিষদে আমন্ত্রণ জানান সংস্থাটির সচিব আমিনুল ইসলাম। কারণ জানতে চাইলে তাকে বিসিবি কাউন্সিলর ও পরিচালক পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। ফলে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন জালাল ইউনুস।
যোগাযোগ করা হলে তিনি জানান, দেশের ক্রিকেটের স্বার্থে এবং নতুন কাউকে বোর্ডে আসার পথ তৈরি করতে পদত্যাগ করেছেন। তার আশা নতুনরা সঠিকভাবে বিসিবি পরিচালনা করবে।
দীর্ঘদিন জাতীয় দলে খেলছে জালাল ইউনুস। ১৯৯৭ সাল থেকে পালন করছিলেন ক্রিকেট সংগঠকের দায়িত্ব। বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।
মন্তব্য করুন