স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইনজুরির শঙ্কায় মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ইনজুরিতে পড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় পুরোপুরি সুস্থ হতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে ওপেনারের। ফলে ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে।

এবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ঘিরে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পান তিনি। এতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি অভিজ্ঞ এ ক্রিকেটার।

তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সুস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। শনিবার (১৭ আগস্ট) বিসিবির ভিডিও বার্তায় নিজের ইনজুরি নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারি বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞাতার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

পাকিস্তান-ভারত সফরসহ চলতি বছর সর্বমোট ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এর আগে ‘এ’ দলের সফরগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে জানান মুশফিক, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

এর আগে করাচি ও লাহোরে ম্যাচ খেললেও প্রথমবারের মতো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রয়েছেন মুশফিক। এ শহর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চান তিনি, ‘এর আগে ৩-৪ বার লাহোর ও করাচিতে খেলেছি। তবে ইসলামাবাদে এটাই আমার প্রথম আসা। শহরটা অনেক সুন্দর। এখানকার সুযোগ-সুবিধাও ভালো। আশা করি এখান থেকে আমরা যা শিখবো তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগাতে পারব।’

ইসলামাবাদ থেকে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাবেন মুশফিক। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস আনছে ন্যামস মোটরস

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

সাগর-রুনি হত্যা মামলায় আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স

থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে মেসির শোকবার্তা

আজ থেকে কার্যকর সোনার সর্বোচ্চ দাম

অহনা-সিমান্তের ‘ভাঙ্গা সংসার’

কুমিল্লায় আ.লীগের পক্ষে মিছিল, কাউন্সিলরসহ গ্রেপ্তার ১২

পাওয়া গেল পলকের হারানো সোয়েটার

টানা ৩ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 

১০

মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

১১

যুবরাজের শাসনে বদলে যায় অভিষেকের জীবন

১২

সাগর-রুনি হত্যা মামলার নথিপত্র পুড়ে যাওয়া প্রসঙ্গে ডিএমপির বিবৃতি

১৩

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭

১৪

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

১৫

বার্নলির মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হামজা!

১৬

মুখে বিদেশি কাগজে বাংলাদেশি, টিউলিপের দ্বৈত রূপ!

১৭

পারভেজ হত্যা, সেই দুই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

১৮

মেন্টরস’ স্টাডি অ্যাব্রোড এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে স্টাডি ইন দ্য ইউকে এক্সপো

১৯

উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন, রক্ষা পেলেন ২৯৪ যাত্রী

২০
X