টপ এন্ড সিরিজের সেমিফাইনালে খেলতে হলে জয়ের কোনো বিকল্প বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের কাছে। ঠিকই কাঙ্ক্ষিত সে জয় আদায় করে নিয়েছেন আকবর আলীর দল। বিগ ব্যাশের দল পার্থ স্বর্চাসকে ৩ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগে ব্যাট করতে নেমে ১২৯ রান করে পার্থ। ৫৬ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তেগুয়ে উইলি। এ ছাড়া ২৬ বলে ৩৪ রান করেন বেক্সটার হোল্ট। এইচপির রাকিবুল হাসান ও রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট। এ ছাড়া আবু হায়দার রনির শিকার ১ উইকেট।
জবাবে ৩ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে। ৩ ছক্কা ও ১ চারে এই ইনিংসটি সাজান এ উইকেটকিপার ব্যাটার। ২ ছক্কা ও ১ চারে ১০ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। ওপেনার জিসান আলম ২৬ বলে করেন ২৬ রান।
মাত্র ৮ রানে ৩ উইকেট নেন ম্যাথু কেলি। এ ছাড়া জেয়ি রিচার্ডসন নেন আরও ২ উইকেট।
৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ এইচপি। রানরেটে পিছিয়ে থাকায় অ্যাডিলেড স্ট্রাইকার্স রয়েছে ৪ নম্বরে। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় আকবর-জিসানদের।
মন্তব্য করুন