অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। টপ এন্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাডিলেডের দলটির কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আকবর-আফিফরা।
প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশ এইচপির এটি টানা দ্বিতীয় হার। আগে ব্যাট করে ১৪৭ রান করে এইচপি। জবাবে ওপেনার জ্যাক উইন্টারের মারকুটে অর্ধশতকে ৮ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড।
অস্ট্রেলিয়ার মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমের (১) উইকেট হারায় এইচপি। ৩ নম্বরে নামা পারভেজ ইমনও (৮) আউট হয়ে যান দ্রুত। অপর ওপেনার জিসান আলম ২১ বলে ২৬ রান করেন।
মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৬ রান। আর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেললে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ এইচপি।
জবাব দিতে নেমেই ইনিংসের তৃতীয় বলে উইকেট হারায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। রিপন মণ্ডলের বলে গোল্ডেন ডাক মারেন জস কান। এরপর মারকুটে ব্যাটিং করেন জ্যাক উইন্টার।
ম্যাকফ্যাডিয়েনের সঙ্গে ৬৮ বলে ৮৩ রানের জুটি গড়েন উইন্টার। ব্যক্তিগত ৩৮ রানে ম্যাকফ্যাডিয়েনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আবু হায়দার রনি। তবে ৫৪ বলে ৮২ রান করা উইন্টারের ইনিংসে জয় নিশ্চিত হয় অ্যাডিলেডের। আর হামিশ কেস ১৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন