ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মৃতিচিহ্নগুলো ফেরত দিন’

আবাহনীর সাবেক-বর্তমান ক্রীড়াবিদ ও সংগঠকরা। ছবি : সংগৃহীত
আবাহনীর সাবেক-বর্তমান ক্রীড়াবিদ ও সংগঠকরা। ছবি : সংগৃহীত

ক্লাব ট্যান্টের আট কক্ষের সবকটি আক্রান্ত হয়েছে—চলেছে ভাঙচুর, লুটপাট। অর্থকড়ি ও আসবাব লুট হয়েছে। লুট হয়েছে ক্লাবের ৫২ বছরের নানা স্মৃতিচিহ্ন—ট্রফি। সেগুলো ফিরিয়ে দেওয়ার আকুতি জানালেন আবাহনীর সাবেক-বর্তমান ক্রীড়াবিদরা।

বিভিন্ন ডিসিপ্লিনে আবাহনীর হয়ে খেলা সাবেক-বর্তমান ক্রীড়াবিদরা মঙ্গলবার (১৩ আগস্ট) ক্লাব প্রাঙ্গণে গিয়েছিলেন, ছিলেন ক্লাবটির সাবেক-বর্তমান কয়েকজন পরিচালকও। যার অন্যতম হকির জীবন্ত কিংবদন্তি আব্দুস সাদেক।

এ সময় তিনি বলেন, ‘বিগত ৫০ বছরে আবাহনী দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব। এই সময়ে আমরা যে ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না।’

বর্ষীয়ান এ সংগঠক আরও বলেন, ‘আমার যতদূর মনে পড়ে ১৯৭৪ সালে বোধ হয় আমরা ক্রিকেট, ফুটবল ও হকি— তিন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপর তো আমরা শত শত ট্রফি অর্জন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, কদিন আগে ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কারা নিয়ে গেছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা ট্রফিগুলো ক্লাব প্রাঙ্গণে ফিরিয়ে দিয়ে যান।’

সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার নিশ্চিত করেছেন, ট্রফি ও আবাহনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারকগুলো ফেরত দিতে এসে কোনো ধরনের জটিলতায় পড়বেন না।

তার কথায়, ‘কিছু ট্রফি এরই মধ্যে আমরা পেয়েছি। আমাদের অনেকের বয়সই এখন ষাটের বেশি। আমরা চলে যাব; কিন্তু নতুন প্রজন্মের কেউই আবাহনীর ঐতিহ্যগুলো দেখতে পারবে না। তরুণদের কথা চিন্তা করে হলেও ট্রফিগুলো ফেরত দিয়ে যাবেন।’

আব্দুল গাফফার আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে আমাদের অর্জনগুলো দেখাতে না পারলে আপনারাই দুঃখ পাবেন, কষ্ট পাবেন। আমি আশা করব, আপনারা ট্রফিগুলো দিয়ে যাবেন, এখানে আপনাদের সঙ্গে খারাপ কিছু হবে না।’

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘ক্লাব ভাঙচুর ও মহামূল্যবান ট্রফিগুলো নিয়ে যাওয়ার খবর শুনে মর্মাহত হয়েছি। ২০ বছর বয়সে ১৯৮০ সালে খেলোয়াড় হিসেবে আমি আবাহনীতে আসি। বহু স্মৃতি জড়িয়ে এখানে। খেলোয়াড় হিসেবে খেলেছি, সংগঠক হিসেবে ছিলাম। আমি খুবই মর্মাহত। যারা এগুলো নিয়ে গেছেন, তারা যদি কোনো মাধ্যমে কিংবা নিজেরা এসে ট্রফিগুলো ফেরত দিয়ে যান, খুশি হবো।’

ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন, দেওয়ান শরিফুল আরেফিন টুটুল, আহমেদ সাজ্জাদুল আলম ববি, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শেখ মোহাম্মদ আসলাম, খুরশিদ আলম বাবুল, গোলাম গাউস, ইকবাল হোসেন, জাকির হোসেন, সত্যজিৎ দাস রুপু, বিপ্লব ভট্টাচার্য, খালেদ মাহমুদ সুজন, দিপু রায় চৌধুরী, ইমরান হামিদ পার্থ, জাহিদ হোসেন শোভনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নারীসহ সিলেটের সাবেক আলোচিত কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার

কেন্দুয়ায় মামার হাতে ভাগ্নে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

১০

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

১১

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

১২

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

১৩

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

১৪

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

১৫

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১৬

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১৮

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৯

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

২০
X