মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশ ব্যাটারের মৃত্যু নিয়ে নতুন তথ্য

গ্রাহাম থর্প। ছবি : সংগৃহীত
গ্রাহাম থর্প। ছবি : সংগৃহীত

ক্রমেই ঘনীভূত হচ্ছে ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পের মৃত্যুর রহস্য। গত ৫ আগস্ট মারা যান তিনি। গতকাল সোমবার (১২ আগস্ট) তার স্ত্রী অ্যামান্ড জানান মানসিক বিষাদে ভুগতে থাকা থর্প নিজেই হয়েছেন আত্মঘাতী। এবার সামনে এসেছে নতুন তথ্য। রাতে জানা যায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ইংলিশদের হয়ে ১০০ টেস্ট খেলা এ ক্রিকেটারের।

ব্রিটিশ অনেক গণমাধ্যমের দাবি, গত ৪ আগস্ট (রোববার) সকালে সারেতে নিজ বাড়ির কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় থর্পের। পরে চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পর ইংলিশ ব্যাটারের দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর দাবি থর্প নিজে ট্রেনে নিচের ঝাঁপ দিয়েছেন না কি কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছেন, সে বিষয়ে তদন্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে খবর আসে আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার গ্রাহাম থর্প। তার পরিবারের পক্ষ থেকে গত ৫ আগস্ট জানানো হয় তার মৃত্যুর কথা। তবে তখন তার মারা যাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। অবশেষে প্রায় এক সপ্তাহ পর তার আত্মহত্যার খবর প্রকাশ করা হয়েছে।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তার স্ত্রী অ্যামান্ডা জানান, কয়েক বছর ধরে বিষণ্নতা আর দুশ্চিন্তায় ভুগছিলেন থর্প। অ্যামান্ডা বলেন, ‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসত এবং যাদের সে ভালোবাসত, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’

১৯৯৩ সালে ইংল্যান্ড জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় থর্পের। একই বছর জায়গা হয় টেস্ট দলে। ২০০২ সালে ওয়ানডে থেকে অবসর নিলেও ২০০৫ পর্যন্ত খেলেন টেস্ট ক্রিকেট।

১০০ টেস্টে ৪৪.৬৬ গড়ে করেছেন ৬৭৪৪ রান। ১৬ শতকের সঙ্গে করেছেন ৩৯ অর্ধশতক। টেস্ট ক্যারিয়ারে তার সর্বোচ্চ রান অপরাজিত ২০০। ওয়ানডে ক্রিকেটে ৮২ ম্যাচ খেলে ৩৭.১৮ গড়ে ২৩৮০ রান করেছেন থর্প। ২১ অর্ধশতক থাকলেও নেই কোনো শতক।

ইংলিশ ক্রিকেটে অবদানের জন্য ২০০৬ সালে তাকে ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়া হয়।

ক্রিকেটীয় জীবন শেষে কোচিংয়ে নাম লেখান তিনি। বেশ কিছুদিন পালন করেন ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব। ২০২২ সালে আফগানদের কোচের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। তবে সে সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন গ্রাহাম থর্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১০

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১১

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১২

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৫

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৭

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

১৮

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

১৯

আমার কষ্ট নেই, আজ আমরা স্বৈরাচারমুক্ত : আহত তানভীরের পিতা

২০
X