দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। কবে ফিরবেন তার কোনো নিশ্চয়তাও নেই। হঠাৎ করে গুঞ্জন উঠেছে জাতীয় দলে ফিরতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনারের অধীনে দ্রুত ফিটনেস নিয়ে কাজ শুরু করতে পারেন এ ওপেনার। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট অপারেশন্সের কাছে ট্রেনার চেয়ে আবেদন করেছেন তিনি। অনুশীনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধাও চেয়েছে তামিম।
তবে কবে নাগাদ তিনি প্রস্তুতি শুরু করবেন, তা এখনো জানা যায়নি। ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেন তিনি। নিজ থেকে সরে যান বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে।
সোমবার (১৩ আগস্ট) পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে তামিমের ফেরার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আগেই সিদ্ধান্ত ছিল, বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয়, এখন অনেক কিছু বদলে গেছে। তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।’
মন্তব্য করুন