জাতীয় দলকে বিদায় বলার পর কোচিংয়ে মনোনিবেশ করেছেন কাইরন পোলার্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি। এ ছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয় এ অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ডের সহকারী কোচের।
তবে প্রায়ই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে পড়েন ব্যাট হাতে। এবার দ্য হানড্রেড ক্রিকেটে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার রশিদ খানের ৫ বলে ৫টি ছক্কা হাঁকান পোলার্ড।
শনিবার রাতে ১০০ বলের টুর্নামেন্টে রশিদের সাউদাম্পটনে ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয় পোলার্ডের সাউদার্ন ব্রেভ। আগে ব্যাট করতে নেমে ১০০ বলে ১২৬ রান করে ট্রেন্ট রকেটস। জবাবে পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁচ্ছে যায় ব্রেভ।
২৩ বলে ৪৫ রান করেন পোলার্ড। তবে এক পর্যায়ে ১৪ বলে করেছিলেন মাত্র ৬ রান। এরপর আফগান স্পিনার রশিদের উপর তাণ্ডব চালান ক্যারিবীয় এ ক্রিকেটার। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে ২০ বলে ৪৯ রানের সমীকরণ নামিয়ে নিয়ে আসেন ১৫ বলে ১৯ রানে।
যদিও এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে ডানহাতি এই ব্যাটারের।
২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়ার ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে এই র্কীতি গড়েছিলেন পোলার্ড। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ওর (রশিদ) বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। কী হচ্ছে, সেটা আমি দেখছিলাম। তবে আমি জানতাম, রশিদ কোন লেংথে বোলিং করবে।’
এ সময় তিনি আরও যোগ করেন, ‘ও যদি ফুল লেংথে বোলিং করে, আমি আমার শক্তির জায়গা অনুযায়ী সোজা মারব, ও তিনটা ফুল লেংথে বল করেছে, যা আমার আয়ত্তের মধ্যে ছিল। তখন থামার অবস্থা ছিল না, সর্বোচ্চ রান নিতেই হতো। রশিদ দুর্দান্ত বোলার। কিন্তু এটা এমন একটা দিন, যেদিন আমি জিতেছি।’
Kieron Pollard hitting FIVE SIXES IN A ROW! #TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/WGIgPFRJAP
— The Hundred (@thehundred) August 10, 2024
মন্তব্য করুন