ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে দেশজুড়ে চলছে অস্থিরতা। চলতি পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। পাকিস্তানে শান্তদের যাওয়া নিয়ে নেই কোনো নিশ্চয়তা।
তবে নিজেদের কাজ সেরে রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে সংস্থাটি। শান মাসুদের নেতৃত্বে স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ ক্রিকেটার। সহ-অধিনায়ক করা হয়েছে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে।
সহ-অধিনায়কের পদ থেকে অপসারণ করা হলেও স্কোয়াডে আছেন শাহিন শাহ আফ্রিদি। স্কোয়াড ঘোষণার বিবৃতিতে ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতে এ সিদ্ধান্ত বলে জানায় পিসিবি।
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।
Pakistan squad for Bangladesh Tests and Shaheens side for first four-day against Bangladesh A announced More details ️ https://t.co/IIKz5hxGJA Pakistan men's international 2024-25 season schedule https://t.co/H1nrxE5EQR#PAKvBAN pic.twitter.com/TLgyB4ajfB
— Pakistan Cricket (@TheRealPCB) August 7, 2024
মন্তব্য করুন