নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করবে বাংলাদেশ দল।
ফাইনালে নামার আগে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে টাইগ্রেসরা। বাঁহাতি স্পিনার সাবিকুন জেসমিনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মারুফা আক্তার।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড এবং মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দুই দলের একাদশ
ভারত: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রাকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেণুকা সিং।
বাংলাদেশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মনি, রাবেয়া খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
Only two teams have ever won the Womens Asia Cup, and tomorrow they clash in Semi Final 1! Who will secure a place in the finals? #WomensAsiaCup2024 #ACC #HerStory #INDWvBANW pic.twitter.com/uOvIlVveQr — AsianCricketCouncil (@ACCMedia1) July 25, 2024
মন্তব্য করুন