শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপের শেষ চারের লাইন আপ চূড়ান্ত। এক আসর পর আবারও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্য তিন দল হচ্ছে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতিরা। পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। আর ৩ ম্যাচ জিতে গ্রুপের সেরা শ্রীলঙ্কা।
অন্যদিকে গ্রুপের সব ম্যাচ জিতে সেমিতে খেলবে ভারত। আর ভারতের কাছে হারলেও অন্য দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
নিয়ম অনুযায়ী এ-গ্রুপের চ্যাম্পিয়ন ভারত খেলবে বি-গ্রুপের রানার্স আপ বাংলাদেশের। আর বি-গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার প্রতিপক্ষ এ-গ্রুপের রানার্স আপ পাকিস্তান।
একই দিনে হবে দুই সেমিফাইনাল। আগামী ২৬ জুলাই প্রথম সেমিফাইনালে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান।
মন্তব্য করুন