চলমান নারী এশিয়া কাপটি ঠিক মনমতো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। প্রথম ম্যাচে হারের পর অবশ্য দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা। বুধবার (২৪ জুলাই) সেমিতে সেই জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালেশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের শুরুটা হয় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের মাধ্যমে। পরের ম্যাচে অবশ্য একই ব্যবধানে থাইল্যান্ডকে হারায় মারুফা-জ্যোতিরা। সেমিফাইনাল নিশ্চিত করার জন্য এখন মালেশিয়ার বাধা পেরোতে হবে জ্যোতিদের।
শক্তিমত্তায় মালেশিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকলেও টাইগ্রেসদের সামনে ম্যাচটি হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। এশিয়ার দেশটির বিপক্ষে অবশ্য জ্যোতিদের হারের রেকর্ড নেই।
চলমান আসরের 'বি' গ্রুপের টেবিলে তিনে বাংলাদেশ।একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মালেশিয়া। তবে টাইগ্রেসদের চেয়ে তাদের রানরেট বেশি। তাই এই ম্যাচে মালেশিয়াকে হারানোর পাশাপাশি বাংলাদেশের রান রেটের দিকেও নজর রাখতে হবে।
এদিকে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর মালেশিয়ার বিপক্ষেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় কিছুর। তাই থাইল্যান্ডের ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তন হবে না।
টপ অর্ডারে দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিমরা থাকবেন। প্রথম ম্যাচে ব্যর্থতার পর থাইল্যান্ডের বিপক্ষে দারুণ অর্ধশতক পান মুর্শিদা। ব্যাটিং বিভাগে ভালো করার পর লম্বা সময় পর একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। শেষদিকে জয় তুলে নিতে ভূমিকা ছিল তারও। তবে অধিনায়ক জ্যোতি এবং রিতু মনির অফফর্ম ভাবাচ্ছে দলকে।
এই ম্যাচ জিতলেই গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত।
মন্তব্য করুন