অবশেষে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরবতা ভেঙেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন তিনি।
এ ছাড়া প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য উল্লেখ করে পরিস্থিতি দ্রুত সমাধানের প্রত্যাশা করেন জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার।
কালবেলার পাঠকদের জন্য মাহমুদউল্লাহ রিয়াদের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’
মন্তব্য করুন