কোটা আন্দোলন সরব পুরো বাংলাদেশ। সে সময়ে চুপ করে বসে থাকতে পারছেন না ক্রীড়াবিদরাও। একে একে মুখ খুলছেন ক্রীড়াঙ্গানের তারকা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদ।
কোটা বিরোধী আন্দোলন নিয়ে সর্বপ্রথম মুখ খুলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। এরপর সবর হন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
এবার মুখ খুললেন নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে রুমানা কোটা বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে রক্তক্ষণ ছাড়া সমাধানের পথ খুঁজে বের করার আহবান জানান জাতীয় দলের নারী ক্রিকেটার।
নারী এশিয়া কাপ ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন রুমানাও। সেখান থেকেই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তক্ষরণ ছাড়া ও ভালো সমাধান করা যেতো।কোটা কেনো? মেধা হোক সবেচেয়ে বড় কোটা।’
পোস্টের শেষে হ্যাশট্যাগ কোটামুভমেন্ট ব্যবহার করেন তিনি। যদিও কিছুক্ষণ পর থেকে রুমানার সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন