টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছিল রদবলদের। এরই জেরে গত বুধবার (১০ জুলাই) সরিয়ে দেওয়া হয় দুই নির্বাচক আবদুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে।
আগের কমিটির আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফকে রেখে নতুন কমিটি ঘোষণা করেছে পিসিবি। আগের সাতজনের কমিটি ভেঙে, চার সদস্য নিয়ে গঠিত হয়েছে নতুন এ কমিটি।
ওয়ানডে-টি-টোয়েন্টি দলের কোচ গ্যারি কারস্টেন ও টেস্ট কোচ জেসন গিলেস্পি যুক্ত হবেন দুই নির্বাচক শফিক ও ইউসুফের সঙ্গে। সকল ক্ষমতা দেওয়া হয়েছে নতুন নির্বাচক কমিটিকে।
সহকারী কোচ আজহার মেহমুদ, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান, এই পাঁচজন নতুন কমিটিকে সহায়তা করতে পারেবন, তবে দল নির্বাচনে ভোট দিতে পারবেন না।
আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। আর ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।
একই সঙ্গে নারী ক্রিকেট দলের নির্বাচক কমিটিও গঠন করা হয়েছে। পুরুষ দলের নির্বাচক শফিক তদারকি করবেন নারী দলেরও। তার সঙ্গে দল নির্বাচনের দায়িত্ব পালন করেন নারী দলের সাবেক উইকেটকিপার–ব্যাটার বাতুল ফাতিমা, নারী দলের বর্তমান অধিনায়ক নিদা দার ও প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিম।
মন্তব্য করুন