বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করা হয়েছে৷ তিন সংস্করণের জন্য আলাদা করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছে জাতীয় দলের নির্বাচক প্যানেল। তবে চারদিনের ম্যাচে অফ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন শেখ পারভেজ রহমান, যার এখনো জাতীয় লিগে খেলার অভিজ্ঞতা নেই। এছাড়াও সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়সহ বেশ কয়েকটি অভিজ্ঞ মুখ আছে। আর সাদা বলের দুই সংস্করণের দলে আছেন সদ্য বিশ্বকাপ খেলে ফেরা তানজিদ হাসান তামিমও।
৪ দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লাহ, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, হাসান মুরাদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
৫০ ওভারের ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
টি-টোয়েন্টি ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
মন্তব্য করুন