২৬ বলে ৬ চারে ৩৫ রান—ব্যাটে হাতে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিতে সাকিব আল হাসানের অবদান। কিন্তু বোলিংয়ে আবার বেশ খরুচে ছিলেন তিনি। ২ ওভারে ২৭ রান দিলেও নিতে পারেননি কোনো উইকেট। শেষ পর্যন্ত তার দলও হেরেছে ৬ উইকেটে। আজ সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম হার দেখল সাকিবদের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
আগে ব্যাটিং করে নাইট রাইডার্স তুলেছিল ৬ উইকেটে ১৬৫ রান। জবাবে ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮ বল বাকি রেখে লক্ষ্য পেরিয়ে গেছে ইউনিকর্নস। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন অ্যালেন।
সাকিবদের টপ অর্ডারের দুজনই ফিরেছিলেন ৬ ও ০ রান করে। চারে নেমে ৩৫ রানের ইনিংস খেলেন সাকিব। আর শেষ দিকে আন্দ্রে রাসেলের ২৫ বলের ৪০ রানের অপরাজিত ইনিংসেই ১৬৫ রানের সংগ্রহ পায় নাইট রাইডার্স। তবে ইউনিকর্নসের হয়ে অ্যালেন ও ম্যাথুর ১১৬ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পক্ষে আনেন। এরপর জয়ও পায় তারা।
মন্তব্য করুন