আজ সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। ৫২ বছর পূণ করলেন প্রিন্স অব ক্যালকাটা। সোমবার জন্মদিনটা পালন করেছেন তিনি লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে।
নিজের ৫২তম জন্মদিন উপলক্ষে সমাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, লন্ডনে আরও এক বছর বয়স কমে যাওয়া উদ্যাপন করছি।
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই লিখেছে, ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ। ১৮,৫৭৫ আন্তর্জাতিক রান। ৩৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সৌরভের একটি ছবি পোস্ট করে কেকেআর লিখেছে, মহারাজা, দাদা, কলকাতার রাজপুত্র। সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন সৌরভ।
মন্তব্য করুন