বিশ্বকাপ জয়ের পাঁচ দিন পর দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। ১৬ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বার্বাডোজ থেকে বিশেষ ফ্লাইটে সরাসরি দিল্লি পৌঁছায় রোহিত-কোহলিরা।
লম্বা এ ভ্রমণপথ কীভাবে কাটিয়েছেন তার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই। গত শনিবার (২৯ জুলাই) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের বরণ করার সব ব্যবস্থায় নেয় ভারতীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বকাপের ফাইনালের শহর বার্বাডোজে আটকা পড়ে রোহিত-কোহলিরা। বিশেষ ফ্লাইটে বিশ্বকাপজয়ী দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করে বিসিসিআই।
গতকাল বুধবার (৩ জুলাই) বিকেলে বার্বাডোজ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বিমান। বার্বাডোজ থেকে দিল্লির দূরত্ব ১৩৪৫৮ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ১৬ ঘণ্টা।
মাঝের লম্বা এই সময়টাতে বিভিন্নভাবে উপভোগ করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারেরা। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই। যাত্রাপথে বিমানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ১৭ বছর পর জেতা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।
Travelling with the prestigious on the way back home! WATCH: #TeamIndia were in excellent company during their memorable travel day ️ - By @RajalArora #T20WorldCup pic.twitter.com/0ivb9m9Zp1 — BCCI (@BCCI) July 4, 2024
বিভিন্ন সময়ে হাতবদল হয়েছে ট্রফি। বিমানে ছবি তোলার সুযোগ কেউ হাতছাড়া করেননি। ভিডিওতে ঋষভ পান্তকে দেখা যায় ট্রফি নিয়ে নাচ করতে। এর পর জসপ্রিত বুমরা ট্রফি দেখতে থাকনে। সে সময় তার সন্তানও কোলে ছিল।
মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেলকে দেখা যায় নিজেদের আসনের পাশে সুন্দর করে সাজিয়ে রাখতে। এ সময় সিরাজকে বলতে শোনা যায়, ‘অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এই ট্রফির জন্য অনেক পরিশ্রম করেছি। অবশেষে ট্রফিটা হাতে এসেছে। আমি আপ্লুত। ১৫ জনের এ দলে থাকতে পেরে খুশি।’
এ সময় জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপজয়ী ক্রিকেটাদের অটোগ্রাফ নিতে দেখায় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্ভবত শেষ হয়েছে তার চুক্তির মেয়াদও। বিদায়ী মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন তিনি।
এ সময় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল বলেন, ‘এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি ভাগ্যবান এই ট্রফি হাতে তুলতে পেরে।’
বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিংহকে দেখা গিয়েছে বিশ্বকাপের ট্রফিসহ বাবা-মায়ের সঙ্গে ছবি তুলতে।
মন্তব্য করুন