আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
এই অনিশ্চয়তার মাঝে দুই দলের মহারণের তারিখ নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোহিত-কোহলিদের জন্য বিশেষ সুবিধা রেখে খসড়া সূচি প্রস্তাব করেছে পিসিবি।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। এবার আইসিসির বৈশ্বিক আসরে একই গ্রুপে পড়েছে এশিয়ার দুই পাওয়ার হাউস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের হাইভোল্টেজ ম্যাচের ভেনু ও তারিখ নির্ধারণ করেছে পিসিবি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষে কিছু না বলা হলেও পিসিবি ধরে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ভারত। সেভাবে খসড়া সূচি তৈরি করেছে পিসিবি। সেই সূচি অনুযায়ী ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে ৯ মার্চ। ফাইনালের জন্য ১০ মার্চ রিজার্ড ডে।
আইসিসির বৈশ্বিক এই আসরের জন্য বিসিসিআই দল পাঠাবে বলে আশা করছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের সূচি জমা দিয়েছেন পিসিবির প্রধান মহসিন নকভি।
ভারতীয় দলের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। রোহিত-কোহলিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভারত পাকিস্তানে দল পাঠাবে কি না তা স্পষ্ট নয়।
কেন্দ্রীয় সরকার অনুমতি ছাড়া পাকিস্তানে দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই।
ভারতের জন্য বিশেষ সুবিধা
আইসিসি বোর্ডের সদস্য জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। লাহোরে হবে ৭ ম্যাচ। ৩ ম্যাচ হবে করাচিতে এবং ৫ ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হবে করাচিতে। সেমিফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। ভারতীয় দল যদি সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে লাহোরে।’
মন্তব্য করুন