শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হঠাৎ ডাক পেয়েছে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম।
গত আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ভালো খেললেও এবার নিলামে দল পানি তিনি। তবে পাকিস্তানি মোহাম্মদ আলীর পরিবর্তে ক্যান্ডি ফ্যালকনসে ডাক পেয়েছে টাইগারদের বাঁহাতি পেসার।
বুধবার (৩ জুলাই) দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা শরীফুলের। গত সোমবার (১ জুলাই) শুরু হয় এলপিএল। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে শরীফুলের দল ক্যান্ডি। দুই ম্যাচে ১ জয় আর ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে দলটি।
এবার চতুর্থ বাংলাদেশি হিসেবে এলপিএলে খেলার সুযোগ পেয়েছেন শরীফুল। চলতি আসরে বাংলাদেশীদের মধ্যে আরও আছেন তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ডাম্বুলাই খেলছেন হৃদয় ও মোস্তাফিজ। আর তাসকিনের দল কলম্বো স্ট্রাইকর্স।
২১ জুলাই পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর।
মন্তব্য করুন