‘পরিকল্পনা এ রকম ছিল— প্রথম ৬ ওভার চেষ্টা করবো। যদি ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে, ওই সুযোগটা নেবো। কিন্তু যখন ৩টা উইকেট পড়ে গেলো, আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল, কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি।’—টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ হাতছাড়ার পর এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়কের এমন মন্তব্যকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (২ জুলাই) প্রায় সাড়ে ৪ ঘণ্টার বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আফাগিস্তানের বিপক্ষে ১২.১ থেকে ১২.৫ ওভারে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারতো বাংলাদেশ। শুরুটা সম্ভানাময়ী হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সেই পথে হাটেনি। উলটো ম্যাচ হেরে যায় আফগানদের কাছে। এতে বিশ্বজুড়েও বাংলাদেশের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন-উত্তর পর্বে পাপনের কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি একটা ব্যাপারের উত্তর দিতে পারছি না, সেটা হল আমাদের অধিনায়ক বলেছে যে ৩ উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এটা কিন্তু গ্রহণযোগ্য না। কিন্তু আমি যতক্ষন খেলা দেখেছি ততক্ষণ এমনটা মনে হয় নাই। যতক্ষণ পর্যন্ত তাওহিদ হৃদয় ছিল ততক্ষণ ওরা চেষ্টা করেছে।’
বোর্ড মিটিংয়ে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা হলেও এখনো দল থেকে আনুষ্ঠানিক কোনো রিপোর্ট পায়নি বিসিবি। টিম ম্যানেজমেন্ট কোচ-ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন পাপনরা।
মন্তব্য করুন