টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি সাকিব আল হাসানের। ব্যাটে-বলে মলিন ছিল তার পারফরম্যান্স। এরপরই বাঁহাতি অলরাউন্ডারের অবসর নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যদিও এমন কোনো চিন্তা ভাবনাই নেই তার। আপাতত ছোট ছোট পরিকল্পনা করে এগোনোর ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব।
মঙ্গলবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০২৫ বিশ্বকাপ। দুই টুর্নামেন্ট ঘিরে ভাবনার প্রশ্নে সাকিব বলেন, ‘নিজের নিয়ে তেমন পরিকল্পনা নাই। আপাতত পরিকল্পনা হচ্ছে যে দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই থাকবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, যেটা কানাডাতে। পরপর এই দুইটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি নিজের কী অবস্থা।’
দুই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে পাকিস্তান সফরে যাবেন সাকিব। তখনই জাতীয় দলের হয়ে ব্যস্ততা শুরু হবে তার। সাকিব বলছেন তার পরিকল্পনা ছোট ছোট, ‘দেশের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট যেটা আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই। খুব বেশি আসলে পরিকল্পনা করিনি। নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই ৩-৪ বছর পরিকল্পনা করার। আমার মনে হয় তিন মাস, ছয় মাস পরিকল্পনা করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত পরিকল্পনা আছে।’
মন্তব্য করুন