টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের চ্যাম্পিয়ন ভারত। স্বাভাবিকভাবেই আইসিসি ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশেও আধিক্য তৈরি করে নিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। তবে একাদশে জায়গাই হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি অতিরিক্তের তালিকায়ও নেই কেউ। অথচ সেরা ১১ জনের ৬জনই ভারতীয়।
A team of superstars Unveiling the ICC Men's #T20WorldCup 2024 Team of the Tournament https://t.co/A0H0dqsPu7 pic.twitter.com/MasajCygXq
— ICC (@ICC) June 30, 2024এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্ট সেরা একাদশেও মিলেছে তার অবস্থান। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে রোহিতকে বেছে নিয়েছে আইসিসি। তিনে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার নিকোলাস পুরানের।
বিশ্বকাপে খুব একটা ভালো না করলেও সেরা একাদশে আছেন ভারতের সূর্যকুমার যাদব। চারে রাখা হয়েছে এই ব্যাটারকে। পাঁচে অস্ট্রেলিয়ার মার্কোস স্টয়নিস। ছয় ও সাতে দুজনই ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানও সুযোগ পেয়েছেন সেরা একাদশের নবম স্থানে। বাকি তিন পেসার হিসেবে আছেন ভারতের দুজন জাসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। এ ছাড়াও আফগান পেসার ফজলহক ফারুকী। ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ফারুকী। যদিও টুর্নামেন্টসেরা হন বুমরাহ। একাদশের অতিরিক্ত বোলার এনরিখ নর্কিয়া।
বিশ্বকাপের সেরা একাদশ:
রোহিত শর্মা, রহমানউল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, সূর্য কুমার যাদব, মার্কোস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও ফজল হক ফারুকী।
অতিরিক্ত : এনরিখ নর্কিয়া।
মন্তব্য করুন