জার্মানির সবচেয়ে বিখ্যাত রূপকথা কোনটি? প্রশ্নটি কাউকে করা হলে বেশির ভাগেরই উত্তর আসবে জার্মান গ্রিম ভাইদের রচিত রূপকথাগুলো তবে এবার সম্ভবত প্রশ্নটির উত্তর পাল্টানোর সময় হয়ে এসেছে। জার্মানির বুন্দেসলিগার ফুটবল ক্লাব বায়ার লেভারকুসেন এই মৌসুমে যা করছে তাকে রূপকথার চেয়ে কোনো অংশে কম বলা যাবে না।
রূপকথার গল্পে যেমন রাজপুত্র ভয়ঙ্কর ড্রাগনকে হারিয়ে রাজকন্যাকে উদ্ধার করে তেমনি লেভারকুসেন বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টের ১১ বছরের রাজত্বের ইতি টেনেছে জার্মানিতে হয়েছে লিগ চ্যাম্পিয়ন। তাও আবার কোনো ম্যাচ না হেরেই। শুধু লিগ নয় ডিএফবি পোকাল ও ইউরোপা লিগেও এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এই মৌসুমে লেভারকুসেন সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছে ৪৮টি যার মধ্যে জয় পেয়েছে ৪০টিতে, ড্র ৮টি এবং পরাজয় সর্বসাকুল্যে শূন্য। রোববার (৫ মে) লেভারকুসেন লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে অপরাজিত থাকার পাশাপশি ৫৯ বছরের পুরোনো এক রেকর্ড ছুঁয়েছে।
সর্বশেষ ইউরোপের কোন লিগে এতম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগিজ জায়ান্ট বেনিফিকার। ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে ৪৮ ম্যাচ অপরাজিত ছিল ইউসেবিওর ক্লাবের। সামাজিকমাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছেন ফুটবলবিষয়ক বিখ্যাত ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এবার এত বছর পর এসে লেভারকুসেন সেই রেকর্ডে ভাগ বসালো। লেভারকুসেনের সামনে সুযোগ আছে রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি ইউরোপীয় ফুটবলের ইতিহাসে নিজেদের অমর করে নেওয়ার।
এবারের ফুটবল মৌসুমে লেভারকুসেনের হাতে এখনো রয়েছে কমপক্ষে চার ম্যাচ। এরমধ্যে আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ঘরের মাঠে হার এড়াতে পারলেই নিজেদের অমর করে ফেলবে জাভি আলোনসোর শিষ্যরা।
রোমার বিপক্ষে ম্যাচে হার এড়ালেই ইউরোপা লিগের ফাইনালের পাশাপাশি এককভাবে ইউরোপে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি অপরাজিত রেকর্ডের মালিকও হয়ে যাবে তারা। তাই এখন লেভারকুসেন ভক্তসহ ফুটবল অনুরাগীদের সবার নজর থাকবে বৃহস্পতিবার রাতের ম্যাচের দিকে।
মন্তব্য করুন