স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বিতা এক রকম ফুটবল ইতিহাসই বলা যায়। দুই বিখ্যাত ক্লাবের মধ্যে শত্রুতা এতোটাই যে, বার্সা ও রিয়ালের মধ্যে খেলোয়াড়ের দলবদল হয় না বললেই চলে। অবস্থা এমনই যে, একবার যদি কেউ রিয়াল/বার্সায় খেলে থাকলে বিপরীত ক্লাবে তার খেলা অকল্পনীয়ই বটে। তবে এবার সম্ভবত এরকম কিছুই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। রিয়ালের সাবেক কিংবদন্তি গোলকিপার কেলর নাভাস নাকি খেলবেন বার্সায় এমনটাই দাবি করেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
বার্সেলোনার ফার্স্ট চয়েজ গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন রোববার (২২ সেপ্টেম্বর) এস্টাদিও দে লা সেরামিকায় ইনজুরির শিকার হওয়ার পর তার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ইনজুরির কারণে কাতালান ক্লাবটি নতুন গোলকিপার খোঁজার প্রয়োজনীয়তা অনুভব করছে, আর সেক্ষেত্রে কোস্টারিকান তারকা ও রিয়ালের সাবেক খেলোয়াড় কেলর নাভাসের নাম আলোচনায় এসেছে।
৩৭ বছর বয়সী নাভাস বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর তিনি এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। তবে গত মৌসুমে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে ধারে খেলেছিলেন।
নাভাসের ফুটবল ক্যারিয়ারে ১১০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যা তাকে লা লিগায় বার্সেলোনার হয়ে যোগ দেওয়ার জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করছে। যদিও তার সামনে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগ থেকে একটি প্রস্তাব রয়েছে, তবুও স্পেনের শীর্ষ পর্যায়ে ফেরার সম্ভাবনা তার জন্য আরও আকর্ষণীয় হতে পারে।
তবে নাভাসের সাম্প্রতিক সময়ের খেলার অভাব কিছুটা সমস্যা হতে পারে। পিএসজিতে থাকাকালীন তিনি মাত্র ছয়টি ম্যাচে খেলেছিলেন এবং দলের কোচ লুইস এনরিকের পরিকল্পনায় ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি। এরপর নটিংহ্যাম ফরেস্টে ধারে গিয়ে তিনি কিছুটা ভালো পারফর্ম করলেও তাকে স্থায়ীভাবে দলে রাখা হয়নি।
বার্সেলোনা এখন তরুণ গোলরক্ষক ইন্যাকি পেনাকে প্রথম দলের সুযোগ দেওয়ার বিষয়ে চিন্তা করছে। এছাড়াও, যুব দলের গোলরক্ষক আন্দের আস্ত্রালাগাকে প্রথম দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। তবে নাভাসকে লা লিগায় ফিরিয়ে আনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।
নাভাস যদি বার্সেলোনায় যোগ দেন, তবে তিনি টের স্টেগেনের অনুপস্থিতির সময় বার্সেলোনার গোলপোস্ট সামলানোর গুরুদায়িত্ব পালন করবেন। নাভাসের অভিজ্ঞতা ও দক্ষতা তাকে বার্সেলোনার মতো ক্লাবে যোগ দেওয়ার জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে এবং তার স্প্যানিশ লিগের অভিজ্ঞতা বার্সেলোনার ডিফেন্সকে আরও শক্তিশালী করতে পারে।
কিন্তু চিরশত্রুদের শিবিরে কিংবদন্তির যোগ দেওয়ার সম্ভাবনা রিয়াল মাদ্রিদ সমর্থকরা কীভাবে নেয় সেটি এখন দেখার বিষয়।
Keylor Navas wants to join Barcelona! He would be happy to replace Ter Stegen and he would join immediately as he is a free agent. His salary demands will NOT be an issue. (Source: @martinezferran) pic.twitter.com/oUSNxup8zk — Transfer News Live (@DeadlineDayLive) September 23, 2024
মন্তব্য করুন