কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা হাইকোর্টের

জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা হাইকোর্টের। ছবি : সৌজন্য
জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা হাইকোর্টের। ছবি : সৌজন্য

ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা ও ৩ মাসের মধ্যে জলাশয় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ (২৮ জানুয়ারি) এই রায় প্রদান করেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে জায়গাটি জলাশয় হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে নির্দেশ প্রদান করেছেন মহামান্য আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত একটি জনস্বার্থমূলক (নং ৯৬২৪/২০২৩) মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এ রায় প্রদান করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ১১৭ একর জলাশয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের Water Regulating Pond হিসেবে চিহ্নিত। এ Water Regulating Pond ড্যাপ (২০২২- ২০৩৫) এ জলাশয় হিসেবে চিহ্নিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে “সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি’ নির্মাণের জন্য ড্যাপ (২০২২-৩৫) এ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ এ জলাশয় ভরাটের সংবাদ দেশের জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উল্লেখিত জলাশয় ভরাটের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে পত্র প্রেরণ করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত পত্রের তোয়াক্কা না করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনোরূপ অনুমোদন ছাড়াই এ জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ ও সরকার কর্তৃক গেজেটকৃত ডিটেইল্ড এরিয়া প্ল্যানে জলাশয় হিসেবে চিহ্নিত ভূমির শ্রেণি পরিবর্তন এবং জলাশয়ে বালু ভরাট ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম গ্রহণের সুযোগ নেই। Town Improvement Act, 1953 অনুযায়ী রাজউকের আওতাধীন এলাকায় যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করতে হলে রাজউকের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

দেশে প্রচলিত আইনের ব্যতয় ঘটিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক জলাশয় ভরাটের বিরুদ্ধে বেলা বিগত ০১ আগস্ট, ২০২৩ এ একটি জনস্বার্থমূলক মামলা দায়ের করলে মহামান্য আদালত বিগত ১৩ আগস্ট, ২০২৩ তারিখে কারণ দর্শানোর নোটিশ জারির পাশাপাশি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

মামলার বিবাদীগণ হলেন- ১। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; ২। কৃষি মন্ত্রণালয়ের সচিব, ৩। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৪। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ৬। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, ৭। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ৮। ঢাকা জেলার জেলা প্রশাসক, ৯। ঢাকার পুলিশ সুপার, ১০। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ, ১১। পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগরের পরিচালক এবং ১২। সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প পরিচালক।

বেলা'র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ আলী, বার-এট-ল' এবং তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম জহুরুল ইসলাম, রাজউকের পক্ষে মামলাটি শুনানি করেন অ্যাডভোকেট ইমাম হাসান এবং ডিএনসিসির আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রেজা-ই-রাব্বি খন্দকার ও অ্যাডভোকেট সৈয়দা সিলমা তামারিনা।

জলাশয়টি রক্ষায় বিগত ১৩ ডিসেম্বর, ২০২৩ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ডিটেইল্ড এরিয়া প্লান (২০২২-৩৫) বাস্তবায়নের প্রতিবন্ধকতাঃ বিএডিসিসহ সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্তৃক জলাশয় ভরাট শিরোনামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে । এছাড়াও বিগত ০৭ ডিসেম্বর, ২০২৩ জলাশয় ভরাট করে বিএডিসির টিস্যু কালচার ল্যাব নির্মাণ কাজ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আসকের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, রাষ্ট্রের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান একটি পত্র প্রেরণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজ ও রাষ্ট্রের শত্রুরা ওত পেতে আছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

১০

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১১

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১২

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১৩

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৪

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৫

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৭

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৮

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

১৯

বাকৃবিতে জৈব বর্জ্যের বিকল্প শিল্পায়ন বিষয়ে আলোচনা সভা

২০
X