টেকসই ও পরিবেশবান্ধব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং আইসিডিডিআর,বি। গতকাল (২৫ জানুয়ারি) ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
অংশীদারিত্বের একটি অংশ হিসেবে, একটি টেকসই ব্যবস্থা অনুশীলনের জন্য আইসিডিডিআর,বি সংশ্লিষ্ট নীতিমালা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি তৈরি ও আধুনিকায়ন করবে। এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হলো আইসিডিডিআর,বি টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় তাদের দক্ষতা বিভিন্ন কর্মশালা ও সেমিনারের মাধ্যমে স্বাস্থ্যসেবার নেতৃস্থানীয় ব্যক্তি এবং সরকারী কর্মকর্তাদের কাছে উপস্থাপন করার মাধ্যমে সারা দেশে অনুরূপ উদ্যোগ উৎসাহিত করার প্রয়াস নিবে।
ইবিএল এবং আইসিডিডিআর,বি-র একসাথে শুধু পরিবেশ বাঁচাতে কাজ করবে এমন নয়, এটি বাংলাদেশের জন্য একটি স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যতের প্রতিশ্রুতি।
ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে কঠিন বিপজ্জনক জৈব ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এখনো এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এই সময়োপযোগী উদ্যোগে আইসিডিডিআর,বি-র অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা টেকসই পরিবেশ এবং জনস্বাস্থ্য উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আইসিডিডিআর,বি-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. শামস এল আরেফিন, ইবিএল-এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইস্টার্ন ব্যাংক পিএলসি-র সাথে এই অংশীদারিত্ব একটি টেকসই স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলোর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তা নির্দেশ করে। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে এই সহযোগিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আলী রেজা ইফতেখার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা; আহমেদ শাহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইবিএল-এর কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান জিয়াউল করিম; ড. শাম্স এল আরেফিন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং সিনিয়র ডিরেক্টর, মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ; ড. আসাদুলগনি, প্রধান, বায়োসেফটি, বায়োরিপোজিটরি এবং কন্টেনমেন্ট ল্যাব; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. ফজলুল কবির, হেড, ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস এবং আরমানা আহমেদ, হেড, ডেভেলপমেন্ট, আইসিডিডিআর,বি এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যদিও আইসিডিডিআর,বি বর্তমানে দেশের সর্বাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি মেনে চলে, তবে বিদ্যমান পদ্ধতিগুলো যেমন প্রথমত ভস্মীকরণ বা সম্পূর্ণরূপে বর্জ্য পুড়িয়ে ফেলা যা সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব নয়৷। পলিমার জ্বালানোর ফলে সম্পদের ক্ষতি হয় এবং পলিমার উৎপাদনের চাহিদা বৃদ্ধি পায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায়, আইসিডিডিআর,বি, আরও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সমাধান শনাক্তকরণ এবং বাস্তবায়নের চেষ্টা করেছে। ইবিএল-এর সাথে এই নতুন অংশীদারিত্ব আইসিডিডিআর,বি-কে একটি অত্যাধুনিক কঠিন বিপজ্জনক জৈব বর্জ্য শোধনাগার স্থাপন করতে সহায়তা করবে। এই স্থাপনাটি উন্নত বর্জ্য নির্বীজনকারী এবং শ্রেডার দিয়ে সাজানো হবে, যা বিপজ্জনক জৈব পলিমার দিয়ে তৈরি পণ্যগুলিকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ এবং ধ্বংস করতে পারবে। এই উদ্যোগের মাধ্যমে পলিমার দিয়ে উৎপাদিত পণ্য পুনর্ব্যবহার করা সম্ভব হবে। ফলে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করে এবং উল্লেখযোগ্যভাবে বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত প্রভাব হ্রাস করা সম্ভব।
মন্তব্য করুন