রাজশাহী থেকে নিজ বাড়ি নওগাঁতে আসার সময় নিখোঁজ হয়েছেন জাকারিয়া হোসেন (৩৬)। পেশায় তিনি একজন কোচিং শিক্ষক। গত ২৭ ফেব্রুয়ারি রাজশাহী থেকে নওগাঁর পত্নীতলাতে আসার সময় নিখোঁজ হন তিনি।
পরিবার জানিয়েছে, নিখোঁজের সময় জাকারিয়া হোসেনের সঙ্গে ছিল নগদ ১৫ লক্ষ টাকা।
এঘটনায় রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান চেয়ে তার পরিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগের নাম্বার : ০১৭৭৫-১২৯৭১২
মন্তব্য করুন