২১ তম বিসিএস হেলথ ক্যাডার কর্মকর্তাদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির জিনডিয়ান রেস্টুরেন্টে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির এবং সঞ্চালনা করেন ডা. জালাল উদ্দিন মো. রুমি। সভায় স্বাস্থ্য বিভাগের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ২১ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদন্নোতি দেওয়ার দাবি জানানো হয়। জনগণের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিয়েও আলোচনা হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে ২১ তম বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে ডা. সায়ীদ মেহবুব উল কাদির; সহকারী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এবং সদস্য সচিব হিসেবে ডা. জালাল উদ্দিন মো. রুমি (সহযোগী অধ্যাপক; জাতীয় নিউরোসাইন্স ইন্সটিটিউট ঢাকা) নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন