সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। যা সামাজিকমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। মিম ভিডিও-তে দেখা যায়, একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফরমার।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পারফরমারের স্থলে অন্য চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাকে দিয়ে মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। জানেন কি এই মিমের মূল ভিডিওটি কার?
এটি আমেরিকার জনপ্রিয় র্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্পোর্টিং নিউজের প্রতিবেদন বলছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির প্রকৃত শিল্পী মার্কিন র্যাপার লিল ইয়ার্টি। যার বয়স ২৬ বছর।
জানা গেছে ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত মিউজিক্যাল হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করেছিলেন র্যাপার লিল ইয়ার্টি। তখন তার মঞ্চে উঠার সময়ের দৃশ্য ভিডিও করা হয়েছে। আর সেই ভিডিওটি ২০২২ সালের জুনে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ করা হয়। যা এ পর্যন্ত প্রায় ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
সম্প্রতি লিল ইয়ার্টির সেই পারফর্মের ভিডিওটির মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে প্রথমে বিষয়টি চোখে না পড়লেও ইউটিউবে পোস্ট করার কয়েক মাস পরই সব মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। নেটিজেনরা ভিডিওটির ক্লিপ নিজেদের মতো প্রচুর ব্যবহার করছেন। তবে হঠাৎ করে কেন বা কীভাবে ভিডিওটি আলোচনায় উঠে এসেছে―সেটি জানা যায়নি।
প্রসঙ্গত, লিল ইয়ার্টি সংগীতশিল্পী ছাড়াও একজন গীতিকার হিসেবে বেশ পরিচিত। ২০১৫ সালে প্রকাশিত ‘ওয়ান নাইট’ গানটির মাধ্যমে শ্রোতামহলে পরিচিতি লাভ করেন এ র্যাপার তারক।
মন্তব্য করুন