বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে তাদের মগজধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান শিক্ষক আসিফ মাহতাব। পরে তাকে চাকরিচ্যুত করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক। এর পর থেকে সামাজিকমাধ্যমে অনেকেই সেই বইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান। এবার সেই প্রতিবাদে যুক্ত হয়েছে আলোচিত ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রমনা পার্কে সপ্তম শ্রেণির বই ছিড়ে প্রতিবাদ জানান মহিউদ্দিন রনি।
রনি বলেন, যে শিক্ষক প্রতিবাদ করেছেন, তিনি তার মতপ্রকাশ করেছেন। প্রতিবাদের ভাষা হিসেবে বই ছিঁড়েছেন। কারও কাছে যদি এটার বিপরীত ব্যাখ্যা থাকে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু তাকে চাকরিচ্যুত করা, তার মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা একটা ক্রাইম।
উল্লেখ্য, মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ট্রেনের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন মহিউদ্দিন। তারপর থেকে আলোচনায় আসেন তিনি।
মন্তব্য করুন