শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে সানিয়া লেখেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনকে বেছে নিন। স্থূলতা কঠিন। তেমনি ফিট থাকাও কঠিন।
সানিয়ার এই পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন খবর—আবারও বিয়ে করেছেন তার সন্তানের বাবা শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এটি তৃতীয় বিয়ে। ২০০৬ সালে আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। সেই সংসার টেকে ৪ বছর। এরপর ২০১০ সালে মালাবদল করেন সানিয়ার সঙ্গে। এই সংসারও বেশি দিন টিকল না। গত এক বছর ধরে এ দম্পতির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনের মাঝে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর দিলেন মালিক নিজেই।
শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন মালিক।
চারদিকে যখন পাকিস্তানি অলরাউন্ডারের বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, তখন তিনি আজ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে পড়েছেন মাঠে। একেই হয়তো বলে, ‘যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।’
মালিকের নতুন বিয়ের খবর সামনে আসার পর আলোচনায় আসছে মালকের দ্বিতীয় স্ত্রী সানিয়ার পুরোনো সেই পোস্ট।
গত ১৮ জানুয়ারি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উদ্ধৃতি পোস্ট করেন সানিয়া। সেখানে বলা হয়, ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত… ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বেছে নিন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বেছে নেব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’ এর আগে গত ৮ জানুয়ারি আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দেন ভারতীয় টেনিস খেলোয়াড়। একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন কোনোকিছু আপনার মনের শান্তি নষ্ট করে, তাকে যেতে দিন।’ এ ছাড়াও সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েব মালিকের সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন তিনি। ২০১০ সালে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিককে ডিভোর্স দিয়ে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালিক। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। ২০২২ সালে সর্বপ্রথম এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে মালিকের বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায় তখন। তবে দুজনের কেউই তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কে এই সানা জাভেদ
সানা জাভেদ সৌদি আরবের জেদ্দায় ২৫ মার্চ ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে শের-ই-জাত নাটকে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে।
সানা জাভেদ রোমান্টিক নাটক খানিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তিনি রুসওয়াই ও ডাঙ্কের মতো আলোচিত ড্রামায় অভিনয় করেন।
তিনি খানিতে অভিনয়ের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।
তিনি বেহাদ, শরিক-ই-হায়াত, দিনো কি দুলহানিয়া এবং আই লাভ ইউ জাদা-এর মতো জনপ্রিয় টেলিফিল্মেও কাজ করেছেন।
সানা জাভেদ এর আগে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী উমর জেসওয়ালকে বিয়ে করেন। তবে ২০২৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। বিচ্ছেদের পর সানা ও উমর দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাদের ছবি সরিয়ে নেন।
শোয়েব মালিককে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের নামও বদলে ফেলেছেন সানা। বর্তমানে তিনি সানা শোয়েব মালিক নামধারণ করেছেন। ২০২৩ সাল থেকে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল।
মন্তব্য করুন