সম্প্রতি ফেসবুকে চালু হওয়া লিংক হিস্ট্রি ব্যবহার অনেকের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ স্বয়ংক্রিয়ভাবে চালু থাকায় এ সুবিধায় ব্যক্তিগত গোপনীয় তথ্য হাতছাড়া হওয়ার ঝুঁকির কথা বলছেন কেউ কেউ। এমন ঝুঁকিতে যদি আপনিও থেকে থাকেন দু-একটি সেটিং পরিবর্তন করে হতে পারেন নিশ্চিন্ত।
এর আগে জেনে নেওয়া যাক লিংক হিস্ট্রি সম্পর্কে। মূতল এ সুবিধা চালুর ফলে ফেসবুক অ্যাপ থেকে ব্যবহারকারীরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতেই সেগুলোর লিংক আলাদাভাবে সংরক্ষণ করে থাকে ফেসবুক। লিংক হিস্ট্রি নামের এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের প্রবেশ করা ওয়েবসাইটের লিংকগুলো আলাদাভাবে প্রদর্শিত হয়ে থাকে ফেসবুকে ব্যবহাকালে।
লিংক হিস্ট্রি বন্ধের জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। এরপর ক্লিক করুন প্রোফাইল ছবিতে। পরের পৃষ্ঠার নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে সরাসরি ‘সেটিংস’ এ যেতে হবে।
এবার স্ক্রল করে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে থাকা ব্রাউজার নির্বাচনের পর ‘অ্যালাউ লিংক হিস্ট্রি’ নামের অপশনটি খুঁজে পাবেন সহজেই। এরপর পাশে থাকা টগলটি বন্ধ করলেই ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা বন্ধ হয়ে যাবে। একই পদ্ধতি অনুসরণ করে টগলটিতে ক্লিক করলে ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা চালু হয়ে যাবে।
মন্তব্য করুন