কয়েক দিন বৃষ্টির পর এবার তাপপ্রবাহে পুড়তে যাচ্ছে তিন বিভাগের মানুষ। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে এরই মধ্যে মৃদু তাপপ্রবাহ অতিক্রম করা শুরু করেছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ বুধবার থেকে বাংলাদেশের উপর দিয়ে তাপপ্রবাহ শুরু। দুপুর ১২টার সময় রাজশাহী জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও লেখেন, রাজশাহী জেলার পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় দুপুর ১২টার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (২৩ এপ্রিল) থেকে বাংলাদেশের পশ্চিম দিকের ৩টি বিভাগ- খুলনা, রাজশাহী ও রংপুরের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অতিক্রম করা শুরু করেছে। আজ (বুধবার) বিকাল ৩টার মধ্যে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বিকাল ৩টার সময় রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠার আশঙ্কা করা যাচ্ছে।
মন্তব্য করুন