কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিজেই আইডি খুলে ধর্ষণের হুমকি ছাত্রদল নেত্রীর, দাবি এনসিপির

নিজেই আইডি খুলে ধর্ষণের হুমকি ছাত্রদল নেত্রীর, দাবি এনসিপির

ধর্ষণের পর হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি। এ অভিযোগের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বরিশাল শাখা।।

শনিবার (০৫) রাতে বরিশাল এনসিপির প্রতিবাদ লিপিটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

কালবেলার পাঠকদের জন্য আরিফুল ইসলাম আদীবের ফেসবুকে শেয়ার করা প্রতিবাদ লিপিটি হুবহু তুলে ধরা হল-

গতকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মী এনসিপির নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তিনি রাফি আহমেদ নামের ফেইক আইডি থেকে ধর্ষণের হুমকির অভিযোগ ও আরও ২টি ফেসবুক আইডির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ধর্ষণ ও কটূক্তি করার আইডিধারী কেউ এনসিপির সাথে যুক্ত নন। আমরা ফেসবুকে তাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ ও নিন্দা জনাই। কিন্তু ধর্ষণের হুমকি দেওয়া আইডির সত্যতা নিয়ে আমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে। ঘটনা সত্য হলে উর্মীকে রাজনৈতিক ষড়যন্ত্র না করে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইলো।

এনসিপি বরিশাল জেলা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে যা পায় তা খুবই অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক মিথ্যা ষড়যন্ত্রমূলক। ছাত্রদল নেত্রী উর্মি এনসিপিকে জড়িয়ে যেসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন সেগুলো উল্লেখ করা হলো।

১. প্রথমেই তিনি অভিযোগ তুললেন তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন এনসিপির ২ নেতা। আসলে সত্য হলো তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইজন কমেন্টে কটূক্তি করেছে। তিনি যে দুই জনের আইডি লিংক শেয়ার করেছেন তারা দুইজনের কেউ এনসিপির সাথে যুক্ত নন। যারা সাংগঠনিক কাঠামোতেই নেই তারা এনসিপির নেতা হলো কি করে।

২. তার মতে তাকে ধর্ষণের হুমকি দিয়েছে Rafi Ahmed নামের ফেসবুক আইডি থেকে। কিন্তু এনসিপি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে তারা এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে অভিযোগ করেন ‘যে আইডি থেকে ধর্ষণের হুমকি দিয়েছে সে আইডিটি ছাত্রদল নেত্রী উর্মির নিজেরই’। অর্থাৎ নিজেই ফেক ফেসবুক আইডি খুলে সেটা থেকে ধর্ষণের মত জঘন্য হুমকির কাজ করেছে। রাজনৈতিকভাবে নিজ বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও অন্যদলকে সামাজিকভাবে ঘায়েল করার জন্য।

এনসিপি কেন এই অভিযোগ আমলে নিয়েছে? তার ব্যাখ্যা।

ক. ছাত্রদল নেত্রী উর্মি প্রথমে Rafi Ahmed নামের আইডির স্ক্রিনশটটি ফেসবুকে পোস্টে করে সেটা আইটি এক্সপার্টদের মাধ্যমে বিশ্লেষণ করলে দেখা যায় স্ক্রিনশটটি তার ডিভাইসেই নেওয়া। কারণ স্ক্রিনশটের উপরে লক্ষ্য করে রাফি আহমেদ আইডির নোটিফিকেশন বারটি দেখা যায়। ওই ডিভাইসে রাফি আহমেদ আইডিটি লগইন করা থাকায় নোটিফিকেশন বারটি দেখা যায়। যদিও তিনি পরবর্তীতে পোস্ট এডিট করেছেন ১২ বার।

খ. কমেন্টে কটূক্তি করা ২ জনের আইডি লিংক শেয়ার করলেও উর্মি ধর্ষণের হুমকি দেওয়া আইডির লিংটি কোথাও শেয়ার করেন নি, তার সাথে যোগাযোগ করা হলে কিংবা তার পোস্টে কমেন্ট করে রাফি আহমেদ নামের আইডি লিংক চাইলেও তিনি তা প্রদান করেন নি।

গ. উর্মিরই প্রদান করা রাফি আহমেদের আইডির স্ক্রিনশট থেকে দেখা যায় ইনবক্সে হুমকি দেওয়ার ১৫-২০ মিনিট আগেই রাফি আহমেদ প্রোফাইল কাভার চেইঞ্জ করে লাল করে এবং স্ক্রিনশটে আরো দেখা যায় ‘Rafi Ahmed updated her cover photo’ মানে রাফি আহমেদের আইডি প্রথমে কোন মেয়ের নামেই খোলা হয়েছিল অথবা জেন্ডারের জায়গায় ফিমেইল সেট করাছিল (উর্মী নিজেই নারী তাই ফেক আইডি খোলার সময়ে ছেলে নাম দিলেও জেন্ডার ফিমেলই সেট করেছেন হয়তো)। যার করণে ফেইবুক ফিমেল আইডি হিসেবেই রিকগনাইজ করে।

ঘ. তিনি কটূক্তি করার আইডির লিংক সংরক্ষণ করলেও ধর্ষণের হুমকি দেওয়া আইডির লিংক কেন সংরক্ষণ করেননি সেটি বড় প্রশ্ন। যদি তিনি সংরক্ষণ করেও থাকেন তাহলে একটি ফেক ফেসবুক আইডিকে তিনি রাজনৈতিক মিথ্যা ষড়যন্ত্রমূলক হিসেবে অন্যদলের নেতা হিসেবে উল্লেখ করেছেন। অথচ সেই আইডির কোন তথ্যই তিনি দিতে পারেন নি।

ঙ. এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ যে তার নিজ সংগঠনের সহযোদ্ধারাই তার রাজনৈতিক সততা ও পূর্বে একই রকম ঘটনা ঘটানোর অভিযোগ তোলেন। যা তার রাজনৈতিক নৈতিকতা স্খলন।

৩. উর্মি ফেসবুকে কটূক্তি ও ধর্ষণের মিথ্যা হুমকির অভিযোগ তোলার ২/৩ দিন আগ থেকেই এনসিপির সিনিয়র নেতাদের নিয়ে নানা মিথ্যা তথ্য দিয়ে হুমকি দিয়ে পোস্ট করে থাকেন। ফলে বোঝা যাচ্ছে তিনি কয়েকদিন ধরেই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক এই প্লট সাজাচ্ছিলেন।

এনসিপি বরিশাল ছাত্রদল নেত্রীর এরকম মিথ্যা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায়। অভিযোগকারীকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করছে। এনসিপি, বরিশাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে : ঢাবি সাদা দল 

সাংবাদিকের হাত ভাঙার ঘটনায় বিএনপির ২ কর্মী আটক

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

ঈদের জামাত নিয়ে দ্বন্দ্বে মুসল্লি নিহত, মূল আসামি গ্রেপ্তার 

আটতলা থেকে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু

এবার খুবিতে সমাবেশের ডাক শিক্ষার্থীদের, বন্ধ ক্লাস-পরীক্ষা 

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মীমাংসায় বসে তর্ক, ভাইয়ের হাতে ভাই খুন

১০

‘সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন’

১১

জমি নিয়ে দ্বন্দ্ব, বাঁশের লাঠির আঘাতে যুবক নিহত

১২

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

১৩

খাটের উপরে স্ত্রীর মরদেহ, সন্তানদের নিয়ে উধাও স্বামী

১৪

বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি

১৫

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে ছাত্রশিবিরের আহ্বান

১৬

ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মজীবীরা

১৭

নাটোরে শিলাবৃষ্টি, আম-লিচুর ক্ষতি

১৮

সন্তানদের হাতে ‘খুন’ হলেন বাবা

১৯

মৎস্য অফিসকে ম্যানেজ করে মেঘনায় চলছে মাছ শিকার

২০
X