জিয়াউর রহমান বা তার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।
শনিবার (২২ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
নাসির উদ্দীন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, ‘জিয়াউর রহমান বা তাহার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নাই। মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং স্টেটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের ন্যূনতম সন্দেহের অবকাশ নাই।’
তিনি লেখেন, ‘ক্ষমতা গ্রহণের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না উল্লেখ করে পাটোয়ারী আরও বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধিতে কেউ ভালো সংগঠক এবং স্টেটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিত বলে আমি মনে করি।’
পোস্টের শেষে নাসির উদ্দীন লেখেন, ‘আমাদের লড়াই গ্রাম থেকে উঠে আসা ছেলেমেয়েগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করুক। মাফিয়া তন্ত্র ও পরিবারতন্ত্র এর বেষ্টনীর বাইরে নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সমাজ গড়ে উঠুক।’
মন্তব্য করুন