রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে মাগুরা যাওয়ায় সমালোচনা, মুখ খুললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে চড়ে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ঢাকা থেকে মাগুরায় তাদের হেলিকপ্টারে যাওয়া-আসা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সে বিষয়ে ব্যাখ্যা দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে সারজিস বলেন, মাগুরায় যাওয়ার জন্য তারা কোনো হেলিকপ্টার ভাড়া করেন নি। বরং সেনাবাহিনী ও র‌্যাব এর হেলিকপ্টারে সিট থালি থাকায় তারা হেলিকপ্টারে চড়েন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, সেনাবাহিনী ও র‌্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি। তিনি লেখেন, ফেসবুকে দেয়া অংশটুকু কে ‘সামগ্রিক’ মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করল।

পোস্টের শুরুতে সারজিস লেখেন, ‘চলেন সোজাসাপ্টা কিছু আলাপ করি। ওই যে- যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ‘ফুটেজ’ নিয়ে।’

এরপর লেখেন, ‘বোন আছিয়ার সাথে নৃশংস একটা ঘটনা ঘটলো। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা।

আবার- হাইকোর্ট থেকে ঘোষণা এলো ১৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। ১৮০ দিন অনেক বেশি হয়ে যায়। এটা ১-২ মাসের মধ্যে করা উচিত। নাহলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না।

ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেফতার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে। কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত তাই আমি করেছি। তবে সে বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি।

এরপর আছিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেলে গেলাম। যখন জানলাম ICU-তে আছে তখন আর ICU-তে দেখতে যাইনি। কারণ বাইরে থেকে ICU-তে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজখবর নিয়ে চলে এসেছি। ছবি পোস্ট করিনি।

এরপর যখন জরুরি অবস্থায় CMH নেওয়া হলো তখন সেদিনই সন্ধ্যায় নাগরিক পার্টির কয়েকজন সহCMH গেছি। সেখানেও ICU-তে ছিল আছিয়া। দেখতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে CMH-এর সামনে থেকে ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নিয়ে বাসায় ফিরেছি। ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর CMH এ থাকা আমাদের ছাত্র প্রতিনিধিদের থেকে খোঁজ নিয়েছি।

সবশেষে যখন শুনলাম আছিয়া আর নেই তখন সিএমএইচে ছুটে গেছি। সেনাবাহিনী, র‍্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আছিয়ার জানাযায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছি।

এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেয়া অংশটুকুকে ‘সামগ্রিক’ মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করল।

তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করে। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন। আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি! কি অদ্ভুত!

দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের কর্মচারীকে পেটালেন অ্যাডিশনাল ডিআইজি

ওসিকে পেটানোর হুমকি দেওয়া সেই সাজ্জাদ গ্রেপ্তার

১৫ বছরে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যবোধ বলে কিছু অবশিষ্ট নেই : মুশফিকুল ফজল

দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে : মুরাদ

চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মকর্তা কারাগারে

কবি নজরুলের দুই সাংবাদিকের ওপর হামলা-লুটপাট

রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে : বকুল

‘সংস্কার ও স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আব্বাস

যুবদল নেতা শান্ত হত্যা মামলার আসামি বশির গ্রেপ্তার

১০

দাদন ব্যবসায়ীর নির্যাতনে যুবক নিহত

১১

নারীসহ গ্রেপ্তার সেই শিবির নেতাকে বহিষ্কার

১২

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি : তৌহিদ

১৩

শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৪

৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা ইসির

১৫

সৌদিতে ঈদের চাঁদ কবে উঠতে পারে জানা গেল গবেষণায়

১৬

ড. ইউনূস এখনো প্রশাসনকে পরিবর্তন করতে পারেনি : অলি আহমদ

১৭

গাইবান্ধায় আ.লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

১৮

ভারতে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে কর্নেলের স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ

১৯

রূপগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ইব্রাহিম গ্রেপ্তার

২০
X