আল বদর নিয়ে লোকজনের রঙ-1বেরঙের ঠাট্টা-মস্করা একদম ভালো লাগছে না বলে জানিয়েছেন আলোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফাইড পেজে করা এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
এতে গোলাম মাওলা রনি লেখেন, ‘কেউ বলছেন আল বটর! কেউবা বলছেন লাল বদর! হাল আমলে আল বদর নিয়ে লোকজনের রঙ-বেরঙের ঠাট্টা-মস্করা আমার কিন্তু একদম ভালো লাগছে না।’
এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে সাড়ে ৩ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে এবং কমেন্ট করেছে সাতশরও বেশি জন।
উল্লেখ্য, আল বদর হলো ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দানকারী নিন্দিত আধা-সামরিক বাহিনী। যার সৃষ্টি হয়েছিল পাকিস্তান রাষ্ট্রকে অখণ্ড রাখার উদ্দেশ্যে জনমত গঠন করার জন্য।
পূর্বাঞ্চলীয় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজীর পৃষ্ঠপোষকতায় এ বাহিনী গঠিত হয়েছিল। মে মাসে রাজাকার বাহিনী গঠনের আগেই এপ্রিল মাসে গঠিত হয় আল বদর বাহিনী। রাজাকার বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তারা একতা ও অখণ্ডতায় বিশ্বাস করত। ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর পতনের পর এ বাহিনীর বিলুপ্তি ঘটে।
মন্তব্য করুন